নীলফামারী পৌরসভা মাঠকে ‘নিরাপদ ও মানসম্মত ফাস্ট ফুড এরিয়া’ ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থিত রেস্তোরাঁ ও ফাস্ট ফুড দোকানগুলোতেও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বিশেষ মনিটরিং কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
সেমিনারে খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক আবুল হাসেম, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তাই স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ