নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে পাঁচ যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি কোরবানপুর এলাকায় ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-আল আমিন, দেলোয়ার হোসেন, আয়নুল হক, বজলুর রহমান ও রতন মিয়া। তারা আদালত থেকে হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
অভিযোগ রয়েছে, প্রায় ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল তিনদিক থেকে ঘেরাও করে এ হামলা চালায়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রশাসনের উদাসীনতার কারণে দিন দিন সে বেপরোয়া হয়ে উঠছে বলেও জানান এলাকাবাসী।
অভিযুক্ত ইউপি সদস্য মনির হোসেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কখন কোথায় এ ঘটনা ঘটেছে, আমি জানি না। আমি এলাকায় ছিলাম না। তবে সোনারগাঁ থানা পুলিশ এ বিষয়ে জানতে চেয়ে আমাকে কল দিয়েছিল।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, জখম হওয়া ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি তাদের থানায় এসে অভিযোগ দেওয়ার জন্যও বলা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই