নাটোরের সিংড়ায় চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানে শতাধিক বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিঙ্গইন ও তেলিগ্রাম বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। পরে জব্দকৃত শামুক-ঝিনুক বিলের পানিতে অবমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ