আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। গতকাল দুপুরে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ব্যানারে ট্রাইব্যুনাল গেটে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। গণহত্যার বিচার দ্রুত না হলে ট্রাইব্যুনাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দেন তারা। এ সময় স্লোগানে দ্রুত বিচার, চিফ প্রসিকিউটরের পদত্যাগ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। বিচারের নামে প্রহসনের অভিযোগ ও পদত্যাগ দাবির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাদের সন্তান শহীদ হয়েছেন তারা তাদের দাবি করতেই পারেন। সেটা তাদের অধিকার। কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি অভিযোগের তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত করতে।
বিক্ষোভের সময় শহীদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন হচ্ছে। শহীদ পরিবার দাবি করে টাকার বিনিময়ে চিফ প্রসিকিউটর বিক্রি হয়ে গেছে। গণহত্যার বিচার দ্রুত না হলে এই ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এ সময় এক শহীদের বাবা দাবি করেন, আমার সন্তান মারা গেছে, আসামিদের মধ্যে দুজন হাই কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে গেছে। এর আগে সকালে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ব্যানারে বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে। এর পরে তারা ট্রাইব্যুনালের সামনে অবস্থান নেন।