সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবার পয়লা বৈশাখে শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। শোভাযাত্রায় একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে এ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে থাকবে নাকি আনন্দ শোভাযাত্রা নামে হবে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। গতকাল সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। উপদেষ্টা ফারুকী আরও বলেন, আগে সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা হতো না। আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙালিদের শোভাযাত্রা, এবার সব জাতিগোষ্ঠীর শোভাযাত্রা হবে এটি। শোভাযাত্রায় পাহাড়ি বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে। শোভাযাত্রা সম্পর্কে তিনি আরও বলেন, এবার আসলেই নতুন কিছু দেখতে পাবেন শোভাযাত্রায়। নতুন রং, নতুন গন্ধ ও নতুন সুর পাবেন। আর কী নামে শোভাযাত্রা হবে, তা সোমবার (আজ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সভা রয়েছে, সেখানে ঠিক হবে। তিনি বলেন, এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধিনিষেধ থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরও অনুষ্ঠান চলমান রাখা যাবে।