বাংলাদেশ ডেমোক্র্যাটিক প্ল্যাটফর্মের মুখপাত্র তানভীর কাদের খান বলেছেন, দেশের জনমনে রাজনীতির প্রতি, রাজনৈতিক নেতাদের প্রতি আস্থার সংকট বিদ্যমান। জনমনে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য রাজনৈতক দলগুলোর সংস্কার প্রয়োজন। এতে করে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, দক্ষ, বিজ্ঞ এবং মেধাবী সর্বজন স্বীকৃত জনপ্রতিনিধি দেখতে পাব। আমাদের প্রত্যাশা, যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সবার জীবনী জনসম্মুখে প্রকাশ করবেন নির্বাচনের অন্তত ছয় মাস আগে। তারা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জন করেছেন সেটা জনগণকে জানাতে হবে। এসব করতে সরকারকে আমরা বিনা খরচে তথ্য-প্রযুক্তিগত সহায়তা দেব। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মুহাম্মদ এনামুর রশীদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, ক্যাব নেতা কাজী ইকবাল বাহার ছাবেরী, বাংলাদেশ ডেমোক্র্যাটিক প্ল্যাটফর্মের উপদেষ্টা এ জে এম গিয়াসউদ্দীন, চৌধুরী কে এন এম রিয়াদ, ওয়াহেদ ফয়েজ, সমউনুল ইসলাম সুমন, মো. জনাব আলী, আবছার উদ্দীন আহমেদ চৌধুরী পিলু, আবদুর রহিম, সাখাওয়াত হোসেন খান, রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী, আবদুল কাদের সিকদার প্রমুখ।