ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব রুটের বাসের আগাম কোনো টিকিট নেই। এমনকি ঢাকার ফেরারও টিকিট মিলছে না। তাই ঈদে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। কিন্তু বরিশাল ঢাকা মহাসড়ক দখল করায় যানজট বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, পদ্মা সেতু হওয়ার পর তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল আসা যায়। তাই বাসে যাত্রী সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ঈদের সময় অতিরিক্ত যাত্রীর চাপে বাসের শিডিউল মেনে পরিচালনা করা যায় না। তার পরেও মানসম্পন্ন কিছু ব্র্যান্ড পরিবহন তাদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। তাই এসব বাসে আগাম কোনো টিকিট নেই।
এদিকে বাসের চালক ও শ্রমিকরা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী, নীলখোলা, টরকী বাসস্ট্যান্ড, গৌরনদী বাসস্ট্যান্ড, আশোকাঠি, মাহিলাড়া, কাশেমাবাদ, বাটাজোর, নতুন হাট, এয়ারপোর্ট মোড়, রহমতপুর ব্রিজসহ কয়েকটি স্থানে হাটবাজার। এসব স্থানে যানজটসহ দুর্ঘটনাও ঘটছে।
বর্তমানে মহাসড়কের দুই পাশে চার ফুট করে বাড়ানো হলেও তা কোনো কাজে আসছে না। বাড়নো অংশে নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন থ্রি হুইলার পার্কিং করে দখল করে রাখে। এ ছাড়া বাসস্ট্যান্ড ও হাটবাজার এলাকায় মহাসড়কের পাশে থ্রি হুইলারসহ বিভিন্ন যানবাহন যাত্রী ওঠানামা করে। এসব কারণেও সমস্যা হয়। গৌরনদী মহাসড়ক থানার ৪৫ কিলোমিটার সড়ক অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, দুই এক দিনের মধ্যে এসব মহাসড়কের পাশে পার্কিং ও যানবাহনে যাত্রী এবং পণ্য ওঠানামার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।