রাজধানীর মোহাম্মদপুর ও জিগাতলায় পৃথক ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদপুরে নুর-ইসলাম (২৪) ও হাজারীবাগে সামিউর রহমান আলভি (২৭) নামে দুজন খুন হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে ঘটনা দুটি ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে একজন রাত ৯টায় অন্যজন সাড়ে ৯টায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত নুর ইসলাম বরিশালের আগৈলঝড়া উপজেলার সুজনকাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। রাজধানীর শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন।
সামিউর রহমান আলভি ডা. মালেকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একই ঘটনায় আলভির চার বন্ধু আহত হয়েছেন। তারা হলেন ইসমাইল, জাকারিয়া, দৃশ্য ও আশরাফুল। তাদের সবার বয়স ২০ থেকে ২৫।
আহত ইসমাইল জানান, তারা পাঁচ বন্ধু জিগাতলায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় ১৫-২০ জন কিশোর তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আলভি মারা যান। তারা চারজন আহত হন। আলভি থাকতেন হাজারীবাগ বিডিআর ৫ নম্বর গেট। তার বাবার নাম মশিউর রহমান।