বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর নাইমুজ্জামান খানকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১-এর অধিশাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশে স্বাক্ষর করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। নাইমুজ্জামান খানের স্থলাভিষিক্ত হবেন এয়ার কমোডর মো. আসিফ ইকবাল।
জানা যায়, গত ২ ডিসেম্বর নাইমুজ্জামান খানকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়। পরে আদেশটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ৭ মে দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। এর পরের দিন পূর্বে বদলি হওয়া বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দায়িত্ব ছেড়ে বাহিনীতে ফিরে যান। আর তার পরের দিন নাইমুজ্জামান খানকে বদলি করা হলো।