বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। একটি চক্র লুটপাটের অর্থ দিয়ে স্বাভাবিক ও ভোটের প্রক্রিয়াকে অস্বাভাবিক, অস্থিতিশীলতায় বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে। এটি একটি অদৃশ্য শক্তি। এটি বারবার দেখা যাচ্ছিল না। এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে, বুঝা যাচ্ছে। কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে? বিএনপির এ নেতা ছাত্রদলের উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের পিটুনি এবং উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারার ঘটনাগুলো উল্লেখ করে এসব ষড়যন্ত্রের অংশ দাবি করে বলেন, এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বা প্রতিনিধির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে তাদের বিদায় দিতে হবে। গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশ এসব কথা বলেন এ্যানি।