বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে আন্ডারইস্টিমেট (অবমূল্যায়ন) করার কোনো সুযোগ নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট : সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন, তাদের বলে দিতে চাই বাংলাদেশে বিএনপিকে আন্ডারএস্টিমেট করার সুযোগ নেই।’
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ূব আহমেদ শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অ্যাডভোকেট রফিক সিকদার, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম প্রমুখ।
তিনি বলেন, ‘হাসিনা নরেন্দ্র মোদির আশ্রয়ে থেকে ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে; আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।’