ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রী পরিবহনে বরিশাল-ঢাকা রুটে সরাসরি চলাচল করবে ১৯টি লঞ্চ। আগামী ২৫ মার্চ দিয়ে শুরু হবে এ রুটের ঈদের বিশেষ সার্ভিস। ১৯টি লঞ্চ তিন গ্রুপে বিভক্ত হয়ে ঈদে বিশেষ সার্ভিস পরিচালনা করবে। এ ছাড়া ভায়া রুটের কয়েকটি লঞ্চ বরিশাল নৌ বন্দরে যাত্রী নামিয়ে দেবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
ঈদের বিশেষ সার্ভিসে চলাচলের জন্য এ রুটের ১৯টি লঞ্চ নিয়ে তিনটি গ্রুপ করা হয়েছে। এর মধ্যে ক গ্রুপে রয়েছে ৭টি, খ ও গ গ্রুপে রয়েছে ৬টি করে লঞ্চ। শিডিউল অনুযায়ী ২৫ মার্চ গ্রুপের ৬টি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯, পারাবাত-৯ ও ১৮, সুন্দরবন -১৫, কীর্তনখোলা ও মানামী চলবে। ২৬ মার্চ চলবে শুভরাজ-৯, পারাবাত ১১, সুরভীর-৯, সুন্দরবন ১০, কুয়াকাটা ২ ও অ্যাডভেঞ্চার ১। ২৭ মার্চ চলবে প্রিন্স আওলাদ ১০, সুন্দরবন ১৬, পারাবত ১২, সুরভীর ৭, পারাবাত ১০, কীর্তনখোলা ১০ ও মানামী। এ বছর ডেকের যাত্রী ভাড়া ৪০০, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ ও ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অ্যাডভেঞ্চার ১ লঞ্চের কেরানি মো. হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এখন আর লঞ্চে তেমন যাত্রী নেই। তাই অগ্রিম টিকিট বিক্রি শুরু করে মোটামুটি সাড়া মিলছে। এখনো অনেক কেবিন খালি রয়েছে।