সব ধরনের নিত্যপণ্য মিলছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আপন ফ্যামিলি মার্টে। তাজা মুরগি, তাজা মাছ, মাংস, শাক-সবজি থেকে শুরু করে গৃহস্থালির সব পণ্য, লাইভ বেকারি আইটেম, ফার্মেসি, ফ্রেস জুস, মোবাইল এক্সেসরিজের পণ্য, মিষ্টান্নসহ একজন ক্রেতার যা কিছু প্রয়োজন তা মিলছে এ সুপার শপে। আপন ফ্যামিলি মার্ট-২ এ ৪৫ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে ২২ হাজারেরও বেশি পণ্য পাওয়া যাচ্ছে। ৫০০-এর বেশি পণ্যে ছাড় চলছে। খোলা বাজার থেকেও কম দামে মিলছে বেশির ভাগ পণ্য। সুপরিসর খোলামেলা জায়গা ও স্বাস্থ্যকর পরিবেশ থাকায় মানুষের আস্থা বেড়েছে। আপন ফ্যামিলি মার্টের অপারেশন ও প্রকিউরমেন্ট বিভাগের প্রধান মো. রাশেদুল ইসলাম বলেন, আমাদের চেয়ারম্যান হাজী জহির রায়হান বলেছেন- লাভ কম করে গ্রাহকের কাছে সঠিক পণ্য পৌঁছে দিতে হবে। সেবাই আমাদের লক্ষ্য।
গতকাল ছুটির দিন হওয়ায় উপচেপড়া ভিড় ছিল আপন ফ্যামিলি মার্টে। গরুর মাংস মিলছে কেজিপ্রতি ৬৯৯ টাকায়। খাসির মাংস ১২৫০ টাকা কেজি। দেশি হাঁস ৫৫৫, জীবন্ত ব্রয়লার ১৭৫, জীবন্ত কবুতর ১৮০, সোনালি ২৮৫, লাইভ লেয়ার মুরগি ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। বড় রূপচাঁদা ১২২০-এর পরিবর্তে ১০৫০ টাকা, গলদা চিংড়ি ১০৯৫-এর পরিবর্তে ৮৯০ টাকা, পরিষ্কার কই মাছ ৪৪০-এর পরিবর্তে ৩৬০, তেলাপিয়া ২২০-এর পরিবর্তে ১৬৫ টাকা, পাবদা মাছ ৩৯৯ এর পরিবর্তে ২৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
আনারস প্রতি পিস ৭৫ টাকার পরিবর্তে ৫৫ টাকা, ফুজি আপেল ৩৯৫ টাকার পরিবর্তে ৩৪০ টাকা, থাই পেঁপে ১৫৫ টাকার পরিবর্তে ১১০ টাকা, মাল্টা ২৮০ টাকা, তরমুজ ৫৫ টাকা, সবুজ আঙ্গুর ৩৪৯ টাকা। এ ছাড়া সব ধরনের শাকসবজি কম দামে মিলছে এ মার্টে। কর্ন ফ্লেকস একটা কিনলে, মুড়ি টোস্ট একটা কিনলে, ডেকো ড্রাই কেক একটি কিনলে একটা, ওরিও বিস্কুট একটা কিনলে একটা, লেক্সাস বিস্কুট দুটির সঙ্গে একটা, কাজু ডেলাইট বিস্কুট তিনটির সঙ্গে একটা, পাস্তা একটার সঙ্গে একটা, হারপিক একটার সঙ্গে একটা, হ্যান্ডওয়াশ একটার সঙ্গে একটা, শুভ্র লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট একটার সঙ্গে একটা, সাংবিট ডিস ওয়াশের একটার সঙ্গে একটা, ওরিক্স ডিটারজেন্ট একটার সঙ্গে একটা ফ্রি, লিলি সাবান দুইটা কিনলে ১২ টাকা ছাড়, ডাভ শ্যাম্পু ৬৫০ মিলির সঙ্গে ১৭০ মিলি ফ্রি, ডেটল সাবান ৩টার সঙ্গে ৩০ টাকা ছাড়। সানসিল্ক শ্যাম্পু ৬৫০-এর সঙ্গে ১৭০ মিলি ফ্রি, ম্যাগি স্যুপ ৪টা কিনলে ১টা ফ্রি, এবিসি স্পাইসি নুডলস ২টা কিনলে একটা ফ্রি, ম্যাগি নুডলসে বিশেষ ছাড়, পাস্তিয়ানো লাচ্ছা সেমাই ২টা কিনলে একটা ফ্রি, স্টার লাইন এগ নুডলস দুইটার সঙ্গে একটা ফ্রি, ডেকো নুডলস দুইটার সঙ্গে একটা ফ্রি, ফুডি নুডলস দুইটার সঙ্গে একটা ফ্রি, প্রিঙ্গলস একটার সঙ্গে একটা ফ্রি, আরলা অর্গানিক ফুল ক্রিম দুধ একটা কিনলে একটা ফ্রি, ১.৭৫ লিটার কোকের বোতলের সঙ্গে ২৫০ মিলি লিটার বোতল ফ্রি, বেকমানস শর্ট ব্রেড কুকুজ দুইটা কিনলে একটা ফ্রি, লেইস চিপস একটা কিনলে একটা ফ্রি, ডরিতাস চিপস একটা কিনলে একটা ফ্রি, কাজী-এর বিভিন্ন প্রকার চা-তে ২০ টাকা ছাড়, ফ্রেশ চা-তে ১৫ থেকে ২০ টাকা ছাড়, ফ্রেশ দুধ ১ কেজির প্যাকেটে ৮০ টাকা ছাড়, বিভিন্ন কোম্পানির আটাতে মিলছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত ছাড়।