দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেক রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসার ব্যয়ভার অধিকাংশ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই কিডনি চিকিৎসা সহজলভ্য করা উচিত। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় পক্ষের কার্যকর উদ্যোগের সমন্বয় প্রয়োজন। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উদ্যোগে কিডনি বিভাগের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কিডনি দিবসের তাৎপর্য তুলে ধরে বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা, র্যালি, হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে চমেকের নতুন একাডেমিক ভবনের নিচতলার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার। চমেক হাসপাতালের কিডনি রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, কিডনি রোগের চিকিৎসায় অন্যতম প্রধান উপায় হলো ডায়ালাইসিস। কিন্তু চট্টগ্রামের মতো বড় শহরেও ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা সীমিত। এতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনেকে সময়মতো চিকিৎসা পান না। চসিক নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, তাই আমরা চাই নগরীতে ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা বৃদ্ধি করা হোক।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে কম খরচে বা বিনামূল্যে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলোকেও এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।