বগুড়ায় অবৈধ সম্পদ অর্জন ও সেই সম্পদের তথ্য গোপনের দায়ে সাবেক যুবলীগ নেতা ও জেলার মূর্তিমান আতঙ্ক আবদুল মতিন সরকারকে পৃথক দুটি ধারায় ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানা প্রদানে ব্যর্থ হলে আবদুল মতিন সরকারকে আরও ৬ মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আবদুল মতিন পলাতক। অন্য একটি মামলায় তার ২০ বছরের সাজা হয়েছে। এদিকে গত ২৭ নভেম্বর আবদুল মতিন সরকারের ছোট ভাই দেশজুড়ে আলোচিত তুফানকারের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে।