দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ক্যাম্পাসের মঞ্চে ধর্ষকের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ ঘটনা ঘটে। এদিকে হাসপাতাল থেকে এসে ফের আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী। অনশনকারী দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষার্থী অপূর্ব ও ফারসি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষার্থী দিদার হাসান। এ শিক্ষার্থীদের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে আছিয়ার ধর্ষণকারীর মৃত্যুদন্ড, ধর্ষকদের বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন ও অপরাধ প্রমাণিত হলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
অপূর্ব জানান, ১০ মার্চ রাজশাহী থেকে অনশনরত অবস্থায় ঢাকার সচিবালয়ে সামনে এসে রাতেই অনশনে বসি। সকালে অসুস্থ হলে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়। সেলাইন নেওয়ার পর কিছুটা সুস্থ আছি। এখন রাজু ভাষ্কর্যের সামনে আবার অনশনে বসব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।