দেশে নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান পরিচালক ও অভিনয় কলাকুশলীরা। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, পরিচালক চয়নিকা চৌধুরী, পরিচালক প্রীতি দত্তসহ অন্য সদস্যরা।
সমাবেশে বক্তারা বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, এসব ঘটনার কোনো সাজা হয়নি। ফলে ধর্ষণের ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে। এ কাজে যারা ধরা পড়েছে, তারা জেল থেকে বেরিয়ে আবারও একই কাজে লিপ্ত হয়েছে। তারা আরও বলেন, দেখা গেছে যিনি ধর্ষণের শিকার হন, তিনি অসহায় থাকেন। গ্রামে একটা সালিশি করে ধর্ষকের কাছ থেকে টাকা আদায় করে। সেই টাকা থেকে সামান্য কিছু টাকা দেয় ধর্ষণের শিকার নারীকে। এসব ঘটনা আমরা মানি না। ধর্ষককে আইনের হাতে তুলে দিতে হবে। ধর্ষণের বিচার টাকা দিয়ে হতে পারে না।
বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হোক।