নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁয়ে বিএসইসি কার্যালয়ে এ অভিযান চালানো হয়। দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন। জানা গেছে, এ টিম প্রথমে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সার্ভিলেন্স, মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করেন। এর আগে রবিবার দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দুদকের এনফোর্সমেন্ট টিম বিএসইসি থেকে আইপিও অনুমোদন সম্পর্কিত কোম্পানির আবেদন, দাখিলকৃত প্রসপেকটাস, নিরীক্ষা প্রতিবেদন, প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র এবং চূড়ান্ত অনুমোদন তালিকা পরীক্ষানিরীক্ষা করে।