জয়পুরহাটের কালাই উপজেলার চক নয়াপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। রবিবার দিবাগত ভোররাতে ভুক্তভোগী আজিজুল হক লেফুর পুকুরে প্রতিবেশী ছানাউল হক ও তাজমুল মিলে ওই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে তিনি গতকাল বিকালে কালাই থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত তাজমুল বলেন, রাস্তা নিয়ে বিরোধ আছে এটা সত্য, তবে বিষ দিয়ে মাছ মেরে ফেলার যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আমাদের দুই ভাইকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লোকমুখে মাছ নিধনের কথা শুনেছি। তবে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।