চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারদিঘি এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রদীপ বণিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই প্রদীপের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে ঘটনা জানানো হলে পুলিশ প্রদীপকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন মেয়েটির মা। পুলিশ প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখছে। ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, শিশুটির বাবা অভিযুক্ত প্রদীপ একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। মা গার্মেন্টে চাকরি করেন। শিশুটির মা যখন চাকরিতে যেতেন তখন প্রদীপ বাসায় থাকতেন। এই সুযোগে এর আগেও একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করেন পিতা। শিশুটি তার মাকে বিষয়টি জানালে মা প্রথমে বিশ্বাস করেননি। পরে আবার নির্যাতন করলে শিশুটি তা ভিডিও করে রাখে। পরে তার মা চাকরি থেকে ফিরলে তা দেখায়। এরপর ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে প্রদীপকে আটক করে।