দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশবিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাদিজা মিতু। তিনি বলেছেন, সামগ্রিকভাবে ধর্ষণের অন্তর্নিহিত কিছু কারণ রয়েছে। এ সমস্যার পরিত্রাণে আমাদের সবার মানসিকতার পরিবর্তন দরকার। বিচার করলেই এটা নিশ্চিত হয়ে যাবে না যে, আর ধর্ষণ হবে না। আমাদের মনোজগতের পরিবর্তন করতে না পারলে ধর্ষণের ঘটনা কখনো কমবে না। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চবি শিক্ষক শিক্ষার্থীদের এক সম্মিলিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নৃবিজ্ঞানের এ অধ্যাপক। গতকাল সকাল সাড়ে ১১টায় বিশবিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্র্থীরা। এ সময় শিক্ষকরা ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ে দেশের বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার সমাবেশের সঞ্চালনা করেন। এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. রকীবা নবী বলেন, দৈনন্দিন জীবনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিবাদ জোরদার করতে হবে। দেশের প্রচলিত আইনগুলো আরও কার্যকর করে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করায় জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
সমাবেশে এক ছাত্র বলেন, বর্তমান সময়ে এ নতুন বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার বুঝে পাবে এটাই প্রত্যাশা ছিল। কিন্তু আমরা সেভাবে আইনের বাস্তবায়ন দেখছি না। নারীর প্রতি সব অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি।