সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়াদের মারধরে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর এ ঘটনা ঘটে। নিহত শাহেদ মিয়া (২৫) কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শাহেদ মিয়া চোরাচালানের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পর চোরাচালান নিয়ে সে দেশের খাসিয়াদের সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। একপর্যায়ে খাসিয়ারা তাকে মারধর করে খুন করে।