যাত্রী সংকটের মাঝেও এবারের ঈদে বরিশাল-ঢাকা নৌপথে যাত্রা শুরু করবে সম্পূর্ণ নতুন একটি লঞ্চ। এম খান-৭ নামের লঞ্চটি এ রুটের সবচেয়ে বিলাসবহুল বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যাত্রী সংকটের মাঝেও সেবার মান বাড়িয়ে ব্যবসায় টিকে থাকার লড়াই চালিয়ে যেতে এই উদ্যোগ বলে জানান লঞ্চ মালিক।
লঞ্চের স্বত্বাধিকারী মাহফুজ খান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার অনেক আগেই এই লঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। সেতু চালুর পর যাত্রী সংকটের ভয়াবহ চিত্র সামনে আসার পর আমাদের আর পেছনে ফেরার পথ ছিল না। এ অবস্থায় আমরা আধুনিকতাকে কৌশল করে লঞ্চ নির্মাণের কাজ শেষ করেছি। ইলেকট্রিক হাইড্রোলিকে চলবে এই লঞ্চ। এতে অল্প জায়গা থেকে লঞ্চটিকে টার্নিং করে যে কোনো দুর্ঘটনা এড়ানো যাবে। যাত্রী নিরাপত্তা, অত্যাধুনিক সুবিধা ও সেবায় জোর দিয়েছি। ব্যবসা কমিয়ে আধুনিকতাকে কাজে লাগিয়েছি। ঈদের আগেই এই লঞ্চ সার্ভিসে আসবে।
জানা যায়, বরিশাল-ঢাকা রুটের একমাত্র এম খান লঞ্চে প্রেসিডেন্টশিয়াল সুইট রয়েছে। টেম্পার গ্লাস দিয়ে নির্মিত এই সুইট উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে। মোগল স্থাপত্যরীতি অনুকরণে ভিআইপি লাউঞ্জগুলো ডেকরেশন করা হয়েছে। এই লঞ্চের ডাবল বটমের লেয়ার থাকায় লঞ্চডুবির আশঙ্কা অনেকটাই কম। স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যে কোনো ধরনের অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করবে। রয়েছে স্বয়ংক্রিয় অতিরিক্ত ফায়ার পাম্প।