বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ করছি। তিনি দেশের অর্থনীতির কথা উল্লেখ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, এ মুহূর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশি প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে চাই। যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হাঁটছি।
গতকাল দুপুরে স্থানীয় কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।