বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ গাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় সুরুজের ভাই শাহীন গাজী মামলা করেছেন। মামলায় নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারসহ নামধারী সাতজন ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় রবিবার রাত ৮টার দিকে যুবদল নেতা সুরুজ গাজীসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়। এর মধ্যে গুরুতর আহত সুরুজের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই ওয়ার্ডের অপর যুগ্ম আহ্বায়ক নয়ন গাজী। ঘটনার পর বিক্ষুব্ধরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের ঘরে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে একপক্ষ আরেকপক্ষের দুজনকে কুপিয়েছে। এদের মধ্যে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।