চাঁদাবাজির অভিযোগে সিলেটে হকারদের আন্দোলনের দুই ঘণ্টার মধ্যে যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে যুবদল কেন্দ্রীয় সংসদ থেকে জয়দেব চৌধুরী মাধব নামের ওই নেতাকে বহিষ্কার করা হয়। মাধব সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক। বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডা জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাধবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।’