কুষ্টিয়া সদর উপজেলায় স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবরদখলের ঘটনায় কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরের দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তপন রায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যার দিকে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
সুব্রত কুমার সিংহ (৪৬) বর্তমানে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত। কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় তিনি এ দুর্নীতি-অনিয়ম করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।