অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে জনগণের চাওয়াপাওয়ার প্রতিফলন ঘটবে। রংপুর অঞ্চল খুবই সমৃদ্ধ এখানে নূরল দীন, বেগম রোকেয়া ও আবু সাঈদের মতো বীরের জন্ম। কোনো অঞ্চলকেই বৈষম্যের বেড়াজালে পড়তে হবে না। সব এলাকাকে ট্যাক্সের আওতায় আনা হবে। গত বছর ৪ লাখ ট্যাক্স রিটার্ন ছিল এবার সাড়ে ১৪ লাখ ট্যাক্স রিটার্ন অনলাইনে পেয়েছি। ভ্যাট কমানোর বিষয়টি কঠিন হলেও এ বিষয়ে কাজ করা হবে। ব্যবসায়ীদের সারচার্জ বিষয়েও এবার কাজ করা হচ্ছে। সেরা করদাতা ও কর বাহাদুরসহ বিভিন্ন পুরস্কার প্রাপ্তদের সম্মান জানানোর বিষয়টি সরকারের বিভিন্ন বিভাগকে জানানো হবে। ভ্যাট রিটার্ন প্রক্রিয়া আরও সহজীকরণ ও ট্যাক্স প্রদানের বিষয়টি আরও কাজ করা হবে।
গতকাল দুপুরে আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তারা রংপুর চেম্বারের পক্ষ থেকে রংপুর অঞ্চলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।