বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। বর্তমান সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব রয়েছে। পুলিশ যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না। তাই দেশের আইনশৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। গতকাল ভোলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার পার্থ এসব কথা বলেন। পার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতি উদ্দেশ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিগত সরকারের লোকজনের হাতে অবৈধ অর্থ আছে। দেশের একটা পরিস্থিতি খারাপ হলে বেনিফিট তারাই পাবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলা যাবে না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে। এর আগে গতকাল দুপুরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে দলের শত শত নেতা-কর্মী ভোলার ইলিশা লঞ্চঘাটে অবস্থান নেন। আগামী তিন দিন দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তার।