বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে আজ। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলটি সফর করবে। ১৩ দিনের সফর শেষে ৬ মার্চ দেশে ফেরবে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলে আরও থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও ড. আবদুল মঈন খানের স্ত্রী রোখসানা খন্দকার। এ ছাড়া মিত্রদলগুলোর মধ্যে যাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।