জাতীয় সংসদে বরিশাল জেলার ছয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তারা হলেন- বরিশাল-১ আসনে মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনে মাস্টার আবদুল মান্নান, বরিশাল-৩ আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল-৪ আসনে অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল-৫ আসনে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল এবং বরিশাল-৬ আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী।
বৃহস্পতিবার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বরিশাল মহানগর জামায়াতের উপদেষ্টা আমিনুল ইসলাম খসরু বলেন, কৌশলগত কারণে একটু আগেভাগে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে প্রার্থীরা এখন থেকেই মাঠে কাজ করতে পারবেন।