রাজশাহী মহানগরীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী ও সতিনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন আলমগীর হোসেন রয়েল ও তার প্রথম স্ত্রী মোসা. সেলিনা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন রয়েল (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সবজিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সেলিনা (৪৫) রয়েলের প্রথম স্ত্রী। নিহত হেলেনা (৩৫) রয়েলের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়েল প্রায় দুই বছর আগে হেলেনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হেলেনার এক প্রতিবেশী তার মাকে ফোন করে জানান, তার মেয়ে মারা গেছেন। পরে হেলেনার মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনে পুড়ে তার মেয়ে নিথর হয়ে পড়ে আছেন। র্যাব জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা কেউ হেলেনাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে তদন্তে নামে র্যাব। হত্যাকান্ডের পর থেকেই সন্দেহভাজন আসামিরা আত্মগোপনে চলে যায়। এবং বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে। পরে র্যাব-৫, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে এবং অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছে।