ঢাকা-সিলেট মহাসড়কের কাজলা অংশে বাসাবাড়িতে গ্যাসের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আগামী ১৫ দিন ওই এলাকার একটি সিএনজি রিফুয়েলিং পাম্প বন্ধ রাখার প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেয়া হয়। এতে এই সড়ক দিয়ে তিন ঘন্টা পর গতকাল দুপুর দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে অংশ নেওয়া এলাকাবাসী জানান, কাজলার সুলেমান মিয়ার সিএনজি পাম্পটি আগামী ১৫ দিন বন্ধ থাকবে পুলিশের এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন। কাজলার পার মোড়ের কাছে সম্প্রতি এই সিএনজি রিফুয়েলিং পাম্পটি চালু করা হয়। এলাকাবাসীর অভিযোগ, নতুন মেশিন দিয়ে গ্যাস পাইপলাইনের পুরো গ্যাস টেনে নেয় পাম্পটি।
এতে দিনের বেশিরভাগ সময় তিতাসের আবাসিক সংযোগে গ্যাস থাকে না। আগে সন্ধ্যার পর কিছুটা গ্যাস পাওয়া গেলেও গত বৃহস্পতিবার থেকে চুলা জ্বলছে না এলাকার কোন বাসায়। এই পরিস্থিতিতে গতকাল বেলা ১১ টায় হাত মাইকে ঘোষণা দিয়ে এলাকার বাসিন্দাদের মূল সড়কে আসার আহবান জানান স্থানীয় কয়েকজন যুবক। এই আহবানে সাড়া দিয়ে শ খানেক নারী-পুরুষ সড়কে নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে আন্দোলনকারীরা তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে।
এদিকে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ গতকাল দুপুরে এক বার্তায় জানায়, এদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা দোলাইরপার থেকে দনিয়া শনির আখড়া সড়কের উভয়পাশে সকল শ্রেনীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।