জুলাই আন্দোলনে হামলার ঘটনায় ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহর পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, সদস্যসচিব এস এম ওয়াহিদুর রহমান, মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের অবগত না করে সংগঠনের পদ ব্যবহার করে মামলা দায়ের করায় এ ব্যবস্থা নেওয়া হয়।
বে না, তা জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলার দায়িত্বশীলদের কাছে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য শোকজ নোটিস দিয়েছিলেন সংগঠনের জেলার মুখপাত্র সুমি হক। নোটিস প্রাপ্তির পর সন্তোষজনক কোনো জবাব না দেওয়ায় তার পদ স্থগিত করা হয়েছে।