মাগুরার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাই কোর্টে পৌঁছেছে। মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় নথিপত্র হাই কোর্টে পাঠানো হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে সে আদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। এ ছাড়া এ মামলার রায় অনুযায়ী আসামি আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদ দিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে বাকি তিন আসামি খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ, সজীব শেখের ছোট ভাই ও সজীবের মা জাহেদা বেগম।