বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে গতকাল সুনামগঞ্জে ঠিকাদার, রাজমিস্ত্রি ও সিমেন্ট ব্যবসায়ীদের সমন্বয়ে ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রিদের অবদান’ শীর্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলার রাজমিস্ত্রি (নির্মাণ শ্রমিক), ঠিকাদার, ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা। এ সময় সংশ্লিষ্টরা বসুন্ধরা গ্রুপের সিমেন্ট বাংলাদেশের নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।
গতকাল দুপুরে সুনামগঞ্জ ওয়েজখালীর পুলিশ লাইনসের সামনে সাগর এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, রাজমিস্ত্রি, ঠিকাদার ও ব্যবসায়ীরা জড়ো হয়েছেন। বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা সবাইকে হাসিমুখে বরণ করেন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম সোহেল ও অনুপম রায়সহ জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা।
‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রিদের অবদান’ শীর্ষক ঠিকাদার-রাজমিস্ত্রিদের মিলনমেলাটি মেসার্স সাগর এন্টারপ্রাইজের হলরুমে আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক সুজিত দেবের সভাপতিত্বে বসুন্ধরা সিমেন্টের সিএসও শাহ জামাল শিকদার, জিএম আজাদ রহমান, সিনিয়র ম্যানেজার মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার খায়রুজ্জামান সিদ্দিকী, মোস্তাফিজচুর রহমান বক্তব্য দেন। বসুন্ধরা সিমেন্টের সিএসও শাহ জামাল শিকদার তার বক্তব্যে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি সার্ভিস ও কোয়ালিটিতে। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সেখানে চলে যাচ্ছে আমাদের টিম। আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না। আপনাদের সবার সহযোগিতায় আমরা নির্মাণ শিল্পের দোরগোড়ায় পৌঁছে যেতে পেরেছি।