বরিশাল নগরীর রাজাবাহাদুর সড়কের ডিসি লেকের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লেককে দেয়াল দিয়ে ঘিরে ফেলা নাগরিক অধিকার হরণের সামিল। অসামাজিক কার্যকলাপ বন্ধে নিরাপত্তা জোরদার, লাইটপোস্ট বসানো ও পুলিশি টহলের বিকল্প রয়েছে কিন্তু প্রাচীর নির্মাণ সমাধান নয়।
নেতৃবৃন্দ অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ