জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যাচেষ্টা মামলায় আবুল কালাম আজাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি রূপসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং রূপসা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দুপুরে কাজিপুর উপজেলার তেকানী এলাকায় প্রতিপক্ষের জমিতে চাষাবাদ করতে গেলে আবুল কালাম আজাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ইদ্রিস আলী নামের এক ব্যক্তির মাথায় কোপ পড়ে এবং তিনি গুরুতর আহত হন। পাশাপাশি তাকে লোহার সাবল, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। হামলাকারীরা তার লুঙ্গির কোচায় থাকা ৫২ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়।
মামলার বাদী রাজু আহম্মেদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আজাদ জমিটি দখলের চেষ্টা করছেন। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদও দখল করেছেন। তিনি আজাদ ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কাজিপুর থানার উপ-পরিদর্শক মাহমুদ হাসান জানান, মামলা দায়েরের পর আসামিদের ধরতে অভিযান চলছে। প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ