গাজীপুরের শ্রীপুর উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের তেলিহাটি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু।
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বশির আহমেদ কাজল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসী, গাজীপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মুকুল মিয়া, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, আনসা টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা নূর মোহাম্মদ, রিপন ফকির, আবুল কালাম প্রমুখ।
খেলায় হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ ধনুয়া উচ্চ বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ