কুমিল্লার নাঙ্গলকোট আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে নাঙ্গলকোট খাঁন বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. কামারুজ্জামান ছিলেন বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান। এছাড়াও তিনি নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল গার্লস স্কুল, নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, নাঙ্গলকোট ডাক্তার জামান্স কিন্ডার গার্ডেন, নাঙ্গলকোট হাছান জামিলা ফাউন্ডেশন, নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও মাইডার হোম (১০০ শয্যা), এবং ঢাকার বনানীতে জামান্স ক্লিনিক ও মাইডার হোম প্রতিষ্ঠা করেন। তাঁর পিতা হাসানুজ্জামান ছিলেন পাকিস্তান সরকারের এমএলএ এবং নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
অধ্যাপক ডা. কামারুজ্জামানের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব নূরুল আফসার নয়ন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/আশিক