রংপুরের পীরগঞ্জে চাইনিজ কুড়াল দিয়ে শিশু বেলাল হোসেনকে (১২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বিটুল মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ও সেনা সদস্যরা ৬ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার মদনখালী ইউনিয়েনের হাসারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে বড়দহ বটতলা নামকস্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া সেখানে বেলালের সাথে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে বিটুল তার সাথে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ মারে। গুরুতর আহত বেলালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের বাবা মোখলেছার রহমান বাদী হয়ে ছয়জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-আনারুল ইসলামওরফে বিটুল (২২), মো. নজরুল ইসলাম (৬০), মোছা. কহিনুর বেগম (৫০), মো. মোস্তারুল ইসলাম (২৭), মো. আনজারুল ইসলাম (২৩) ও মোছা. সুইটি বেগম (২৯)। তরা সকলেই পীরগঞ্জ হাসার পাড়া এলাকার বাসিন্দা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/এমআই