গাজীপুরের পূবাইলে ব্যাটারিচালিত অটোরিকশায় লরির ধাক্কায় দুজন নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক সড়কের গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নিমতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটো রিকশাটি গাজীপুর সিটি করোপরেশনের পূবাইলের মীরের বাজার থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নীমতলী ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, ঘটনার পর কার্ভাডভ্যানের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ