কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসভাড়া ৭০ থেকে বাড়িয়ে ৮০ টাকা বৃদ্ধি করেছে। যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাড়া বৃদ্ধিতে ইতোমধ্যে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম বিবৃতির মাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন হয়। এই পটপরিবর্তনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পরিবহনের নিয়ন্ত্রণে থাকা আওয়ামী লীগের নেতারাও আত্মগোপনে চলে যান। আর এ সুযোগে বিভিন্ন পরিবহনের নতুন পরিচালনায় আসেন অন্যরা।
এরই মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে তিনটি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু করা হয়। এরপর থেকে তারা ৭০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করে আসছিলেন। তবে নানা সমস্যার কারণে দুইটি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস বন্ধ হয়ে যায়। শুধু আসিয়ান নামে একটি পবিহনের এসি বাস চালু থাকে।
কিন্তু গত কয়েকদিন ধরেই আসিয়ান পরিবহনের বাসের পরিবর্তে ঢাকা নগর পরিবহনের বাস চালু করা হয়। একই সাথে তারা ৭০ টাকা ভাড়ার পরিবর্তে ৮০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে।
এ ঘটনায় বিবৃতি দিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, গত ৫ আগস্টের পর গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া কিছুটা কমে আসে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের নৈরাজ্য অব্যাহত আছে। যখন ইচ্ছা তখন বিভিন্ন নামে এখানে বাস নামছে। সেই সাথে যা ইচ্ছা ভাড়া আদায় করছে। আমরা এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ আমাদের কাছে নেই। তারপরও আমি এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করবো। তারা কার মাধ্যমে এই ভাড়া বৃদ্ধি করেছে, সেটা জেনে যথাযথ উদ্যোগ নিবো।
বিডি প্রতিদিন/এমআই