মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ক্র্যাবের পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তামাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ 'র নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা।
শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল