ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় বাসের ধাক্কায় আবদুল খালেক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টেবর) সকাল ৮টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের পেট্রোলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খালেকের বাড়ি একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মাইলের মাথা এলাকায়। তিনি একটি ঢেউটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন খালেক। এসময় দুটি বাস বেপোরোয়া গতিতে প্রতিযোগীতা করছিলো। পেট্রলপাম্প এলাকায় আসার পর একটি বাস খালেককে প্রচন্ড জোরে ধাক্কা দিলে দূরে ছিটকে পড়েন তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খালেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম