চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে একটি বাস উল্টে কমপক্ষে চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল জানান, একটি যাত্রীবাহী বাস টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে চারজন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। তাদের আশপাষের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/এএম