চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেডে ঘুরতে গিয়ে একটি পরিত্যক্ত টিলার বালি চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। বর্তমানে আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতরা হল, উপজেলার বৈরাগ ইউনিয়নের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২) ও এমরানের ছেলে মিজবাহ (১২)। আহতরা হল একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।
কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করেছি ঘটনার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে কেইপিজেডে পাহাড় ধসে শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করছে। কেইপিজেড প্রকৃতপক্ষে ওখানে কোন পাহাড় কাটছে না। প্রকৃত ঘটনা হলো এই ঘটনাস্থলটি ছিল আমাদের একটি পরিত্যক্ত টিলায় যেখানে আমাদের কোন কাজ নেই। ওই স্থানে পূর্ব থেকে কে বা কারা বালি চুরি করে নিয়ে গেছে। এখানে গুহার মতো তৈরি হয়েছে। এলাকার শিশুরা এসে গর্ত করে, পাখি ধরে। ঘটনার দিনও শিশুরা গর্ত করার সময় বালি চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেছি, আর্থিক সহায়তা দিয়েছি। আহতদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা এসব পরিবারগুলোকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছি।
প্রত্যক্ষদর্শী নিহত রোহানের সহপাঠি মো. ইমরান জানায়, বৃহস্পতিবার তারা নয় বন্ধু একসাথে কেইপিজেডে ঘুরতে যায়। এসময় গরম লাগলে বিশ্রাম নিতে কেইপিজেড ভেতর একটি টিলার নিছে দুই ভাগে ভাগ হয়ে বিশ্রাম নিই। এসময় সিফাত, রোহান, মেজবা, সিয়াম ও আব্দুল টিলার মাটি কুড়তে থাকে। সেখানে শিয়াল পাখির অনেক গর্ত আছে। আগে থেকেও সেখানে বড় গর্ত ছিল। হঠাৎ করে কিছু বালি মাঠি পড়ে সিয়াম সিফাতসহ ৫ জন বালি চাপা পড়ে। এসময় আমি একজনকে টেনে বের করি এবং আরেক জনের মুখের বালি সরিয়ে দিই, তারপর দ্রুত বাড়ির লোকজন খবর দিলে তারা এসে উদ্ধার করে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি শিশুরা এখানে ঘুরতে গেছে।