বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রামবাসীর জন্য বড় উদ্যোগ নিলো উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি। তাদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে নগরীর নাজির খাল ও কালির ছড়া খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২ মে) এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে তিনি বলেন, খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার। খালের আশপাশে ভিন্ন অর্থনীতি গড়ে তোলা, নাগরিকদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ- এসব আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, এই উদ্যোগ যেন নগরের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে, সেটিই প্রত্যাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদুল আলম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ