ভূমিকম্পের পর নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের সাময়িকভাবে নবনির্মিত এএইচএম কামারুজ্জামান হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেন হল প্রাধ্যক্ষ ড. শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ঝুঁকি রোধে সাময়িকভাবে এই হলের আবাসিক শিক্ষার্থীদের স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। নবনির্মিত হলের একটি ব্লকে ২ সিটের কক্ষে তিনজন করে ফ্লরিং করে থাকতে পারবেন। আজ থেকেই তারা যেতে পারবেন। তবে কেউ এই হলে থাকতে চাইলে থাকতে পারবেন।’
প্রাধ্যক্ষ বলেন, ‘এটা সাময়িক স্থানান্তর। হলের কাজ এখনও সম্পন্ন হয়নি। বেড নেই। ওয়াসরুম নেই। অন্যান্য সংকটও আছে। তবে দ্রুত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করে এলোটের বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এরআগে, সকাল সাড়ে ১০টার পর ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেপে ওঠে দেশ। এতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে বিভিন্ন কক্ষের পলেস্তার ভেঙে পড়ে। ফাটল দেখা যায় পিলারে। মন্নুজান হলেও এমন চিত্র দেখা গেছে বলে জানা গেছে। ঘটনার পর শেরে বাংলা হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা।
এ ঘটনার পর রাকসু ভিপি মোস্তাকুর রহমান জানান, জুমার নামাজের পরই নতুন হলে শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত নিতে হবে। এ নিয়ে কোন ধরণের তালবাহানা চলবে না। যদি হয় তাহলে শিক্ষার্থীদের বিছানাপত্র নিয়ে নতুন হলে উঠে যাওয়ার নির্দেশ দেন তিনি।
জুমার পর উপাচার্যের কনফারেন্স রুমে জরুরি বৈঠক বসে। এতে শেরে বাংলা হলে আবাসিক শিক্ষার্থীদের নবনির্মিত হলে সাময়িক স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/আশফাক