বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শেকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ মো. আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আশাবুল হক, প্রক্টর ড. মো. আরফান আলী এবং টিএসসি পরিচালক মো. আখতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সারসহ শেকৃবির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে শেকৃবি উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের জন্মদিন। এই উপলক্ষে ছাত্রদল একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়েছে। এখানে কোনো কেক কাটার অনুষ্ঠান নেই, নেই উচ্ছ্বাস—বরং মানুষের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আমি শেকৃবি ছাত্রদলকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর শেকৃবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে নেওয়ার লক্ষ্য ছিল। সবার সহযোগিতায় তা সম্ভব হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল